হবিগঞ্জে বিশৃঙ্খলার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২১, ২:০১:৩২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় দায়ের হওয়া পুলিশ অ্যাসল্ট মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার বাবা-ছেলে হলেন গুমগুমিয়া গ্রামের ইরশাদ উল্লাহর ছেলে জামাল মিয়া (৫৫) ও জামাল মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৬)।
পুলিশ জানায়, কুমিল্লার পূজামণ্ডপে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের পূজামণ্ডপে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ মাথায় আঘাত পান। তাকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শনিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে নবীগঞ্জ থানার এসআই অভিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। রবিবার (১৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অভিতাভ তালুকদার ও এসআই নাঈম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ৪ নম্বর আসামি তোফায়েল আহমদ ও ১৩ নম্বর আসামি জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।