মাধবপুরে গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ২:৩৫:২৬
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একশ কেজি ভারতীয় গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাড়ে ৯ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব) -৯ সিলেট অধীনস্থ সিপিসি- ৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টহল দলের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় ১০০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর থানার আলাবই গ্রামের মৃত মোস্ত মিয়ার ছেলে মো: মোর্শেদ মিয়া (২৮), বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মৃত নুরুল ইসলাম মীরের ছেলে মো: লোকমান (৩৪), কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার কাপাস হাটিয়া গ্রামের মৃত মুরালি চন্দ্র দাসে ছেলে সুশীল চন্দ্র দাস(৪০), বাগেরহাট শরনখোলা থানার উত্তর সোনাতারা গ্রামের আবদুল মালেক শেখের ছেলে মো: কাইয়ুম শেখ (২২), পটুয়াখালী জেলার দুমকি থানার কার্তিক পাশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: উজ্জল হোসেন(২৬), ভোলা জেলার বোরহান উদ্দীন থানার ফুলগাছিয়া গ্রামের মৃত শাহাআলমের ছেলে মো: ইমরান হোসেন (১৯), বাগেরহাট জেলার মোড়ল গঞ্জ থানার আমতলী গ্রামের মো: বিল্লাল মিয়ার ছেলে মো: ফিরোজ মিয়া (১৯)।
র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিউর রহমান (সোহেল) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃতদের ও জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।