শান্তিগঞ্জে দু`পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৫
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২১, ১০:০০:২৬
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্ ধাক্কা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লালু মিয়া (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে উভয় পক্ষের পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭অক্টোবর) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার(১৬ অক্টোবর) দুপুরে জয়কলস গ্রামে সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রী নিয়ে যাচ্ছিলেন হেলাল মিয়া। এ সময় তিনি পেছন দিক থেকে আসা একটি গাড়িকে পাস দিতে গিয়ে একই গ্রামের ফজলু মিয়ার গরুকে ধাক্কা দেন। এ ঘটনায় হেলাল মিয়া ও ফজলু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হেলাল মিয়াকে মারধোর করেন ফজলু মিয়া।
রোববার (১৭অক্টোবর) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার(১৬ অক্টোবর) দুপুরে জয়কলস গ্রামে সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রী নিয়ে যাচ্ছিলেন হেলাল মিয়া। এ সময় তিনি পেছন দিক থেকে আসা একটি গাড়িকে পাস দিতে গিয়ে একই গ্রামের ফজলু মিয়ার গরুকে ধাক্কা দেন। এ ঘটনায় হেলাল মিয়া ও ফজলু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হেলাল মিয়াকে মারধোর করেন ফজলু মিয়া।
ওই ঘটনার জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে লালু মিয়াসহ পাঁচজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় লালু মিয়া মারা যান।
ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, সংঘর্ষে লালু মিয়া নামে একজন মারা গেছেন। ওই ঘটনায় উভয় পক্ষের পাঁচ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে