হাইকোর্টে জামিন পেলেন শাল্লার ঝুমন দাশ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬:৪৯
ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ শর্তসাপেক্ষে এক বছরের জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের যুগ্ম-বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালত বলেছেন, আদালতের অনুমতি ছাড়া এই সময়ে ঝুমন দাশ সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না।
আদালতে ঝুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, নাহিদ সুলতানা ও আশরাফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মামুনুল হককে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাল্লা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝুমনকে গ্রেপ্তার হয়।
পোস্ট দেওয়ার পরদিন ১৭ মার্চ নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু পাড়ায় হামলার ঘটনা ঘটে।
এর আগে ১৬ মার্চ রাতে ঝুমনকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ২২ মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঝুমন দাশকে গ্রেপ্তার দেখানো হয়।