৫ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুইবার করোনার টিকা পুশ
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২১, ৮:৩১:২৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর খুদেজা খাতুন(৭৪) নামে এক নারীকে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার সিনোফার্মের করোনা ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভবনের নীচতলার টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খুদেজা বেগম উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা খেলু মিয়ার স্ত্রী।
ভ্যাকসিন গ্রহিতা খুদেজা খাতুন জানান, সকালে স্বামী খেলু মিয়ার সঙ্গে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। এক ডোজ টিকা দেওয়ার পর তার শরীর দুর্বল লাগছিল। তাই তিনি পাশে আরেকটি চেয়ারে গিয়ে বসেছিলেন। এর মধ্যেই হঠাৎ করে আরেকজন এসে তার শরীরে আরেকটি টিকা পুশ করে।
খুদেজা খাতুনের স্বামী খেলু মিয়া জানান, তার স্ত্রীকে দুইবার টিকা দেওয়ার বিষয়টি একজন নার্সকে জানালে তিনি কিছু হবে না বলে তাদেরকে বাড়ি যেতে বলেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন প্রদানকারী সিনিয়র স্টাফ নার্স মরিয়ম বেগম বলেন, টিকাদান কেন্দ্রে ভিড়ের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও সৈয়দ আবু আহাম্মদ শাফি বলেন, একই ব্যক্তিকে একদিনে দুইবার ভ্যাকসিন দেওয়ার নিয়ম নেই। এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।