শুটিংয়ে মাহি, সঙ্গে স্বামী
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ৭:৪৯:৪৬
অনেক জল ঘোলার পর ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরছেন মাহিয়া মাহি। হাতে বিয়ের মেহেদি নিয়েই ফিরেছেন শুটিংয়ে, চমক হিসেবে সঙ্গে নিয়েছেন সদ্য বিবাহিত স্বামীকেও!
অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে বিয়ের ঘোষণা দেন মাহি। বিয়ের তিন দিনের মাথায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এফডিসিতে হাজির হন স্বামী রাকিব সরকারকে নিয়ে!
শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে এভাবেই অংশ নেন এই নায়িকা।
বিয়ের পর মধুচন্দ্রিমায় না গিয়ে স্বামীকে নিয়ে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মাহি বলেন, ‘লকডাউন উঠে গেছে। ফের কাজ শুরু হলো। অনেক কাজ জমে গেছে। তাই এখন পুরোপুরি কাজে মনোযোগ দিতে চাই। তাই বিয়ে করেই দ্রুত কাজে ফিরলাম। মধুচন্দ্রিমায় যাবো এদিকটা গুছিয়ে।’
এদিকে, বিয়ের পরদিনই (১৪ সেপ্টেম্বর) স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান মাহি। সেখান থেকে ফিরেই ১৬ সেপ্টেম্বর ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে যোগ দেন।
১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক।