কমলগঞ্জে চা বাগানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮:৩৪
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে গত রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটলে বুধবার দুপুরে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর ভাই।
নির্যাতিতা কিশোরী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরী মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। গত রবিবার দুপুরে তিনি তাদের বসতঘরে একা থাকা অবস্থায় একই এলাকার রামনুজ পাশীর ছেলে ধরম পাশী (৩০) কিশোরীকে চকলেটের লোভ দেখিয়ে ঘর থেকে বের করে নেয়। পরে ঘরের পেছনের ধলাই নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ সময় প্রতিবন্ধী কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে গেলে ধরম পাশী পালিয়ে যায়।
পরে ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে বিষয়টি সামাজিকভাবে দেখে দেওয়ার নাম করে ৩ দিন সময় অতিবাহিত করা হয়। অবশেষে বুধবার দুপুরে তিনি (কিশোরীর ভাই) ধরম পাশীকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
তবে ঘটনা ও সামাজিক সমাধানের চেষ্টার বিষয় সম্পর্কে জানতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করে ফোন বন্ধ বন্ধ পাওয়া যায়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ৩ দিন সময় নষ্ট করা হয়েছে। এখন যেহেতু অভিযোগ হয়েছে তাই তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।’