বিকেল ৫টা থেকে ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২১, ৮:২২:২১
বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ ঠিক রাখতে পিক-আওয়ারে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী বুধবার থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে একটি সূত্র জানিয়েছে।
রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, ১৯ জুলাইয়ের এক সভার প্রেক্ষিতে পিক-আওয়ারে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে লেখা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯-৭-২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়: ‘বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে’।”
আরও বলা হয়, “এমতাবস্থায়, বর্ণিত সভার উপরিল্লিখিত সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে (বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং এ বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”