রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭:৫৯
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রের নাম হুসাইন উদ্দিন (১৩)। তিনি উপজেলার দক্ষিণ ঘড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের রিকশাচালক সোলেমান হোসেনের ছেলে হুসাইন উদ্দিন (১৩) জ্বালানি লাকড়ি সংগ্রহের জন্য বাঁশের কোটা নিয়ে বাড়ির পাশের একটি গাছের শুকনা ডাল ভাঙতে ওই গাছে উঠে। এ সময় তার হাতের কোটাটি গাছের উপর থাকা বিদ্যুৎ লাইনে লাগলে তিনি বিদ্যুৎ তাড়িত হয়ে যায়। এ সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যন দেওয়ান খায়রুল মজিদ ছালেক বলেন, ছেলেটি সকালে গাছে লাকড়ি ভাঙতে উঠেছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।