দেশে করোনায় আজ ৭৯ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২১, ৮:১৩:৩৬
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৪৩তম দিনে ৭৯ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জন। গতকাল মৃত্যু সংখ্যা ছিল ৮৬ জন।
সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশ’র নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়ায় গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন।
এর আগে গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩০ হাজার ২৯৪টি পরীক্ষায় তিন হাজার ৬২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৬ লাখ ৩৬ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ২১ হাজার ৮৪৫টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ তিন হাজার ৬৮০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৯৯ জনসহ মোট ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৭৯ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৬ জন নারী। তাদের মধ্যে ৭৬ জনের হাসপাতালে (সরকারিতে ৬১ জন, বেসরকারিতে ১৫ জন) ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৬ হাজার ২৭৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২২ হাজার ৩৭০ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ১৪ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ১১৬ জন, যার শতকরা হার ১১ দশমিক ৮৬ শতাংশ। বাসায় ৭৫৫ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৩ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৩০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৮২ শতাংশ এবং নয় হাজার ২৪৪ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ১৮ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৯ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী তিনজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ২২ জন, সত্তরোর্ধ্ব ১৪ জন, আশি ঊর্ধ্ব ১১ জন ও নব্বই ঊর্ধ্ব একজন।
আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে দু’জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন।
করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২১ কোটি ৮৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৫ লাখ ৩৬ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ কোটি ৫৫ লাখের বেশি।