শ্রীমঙ্গলে বালু জব্দ, ১০ লাখ টাকায় নিলামে বিক্রি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৮:১৭:৫১
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের জব্দকৃত ২ লাখ ঘনফুট বালু প্রকাশ্য নিলামে ১০ লাখ ৬ হাজার ১২২ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত নিলামে ৫ জন ক্রেতা অংশগ্রহণ করেন। ৫টি লটে বিভক্ত জব্দকৃত প্রায় ২ লাখ ঘনফুট বালু বদরুল আলম শিপলু ও মসুদুর রহমান মসুদ পৃথকভাবে সর্বোচ্চ দরে কিনে নেন।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দীন নিলাম কার্যক্রম পারিচালনা করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (৯ আগস্ট) উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলনকৃত এসব বালু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫ (১) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই এলাকা থেকে উদ্ধার করা ২টি শ্যালো মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।