সিলেট বিভাগে করোনায় আরও ১৭ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৫:৩৭:০৫
সিলেট বিভাগে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেলেন ৮২২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৪৫৪ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৫৯০ জনের মধ্যে ২৫৫ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন ও মৌলভীবাজারের ৬৭ জন রয়েছেন।
এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনা বিবেচনায় সিলেট বিভাগে শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার, ১ জন হবিগঞ্জের, ১ জন মৌলভীবাজারের এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন রোগী। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৮৩৭ জন। সিলেট বিভাগে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮১৪ জন করোনা রোগী।