জগন্নাথপুরে ঢাকাগামী ২ বাস আটক, জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২১, ৩:০৩:৪৪
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে ২ বাস জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ আগস্ট) রাত ১০টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ বাস দুটিকে আটক করে। পরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) অনুপম দাস অরুপ মোবাইল কোর্ট পরিচালনা করে গাড়ির দুটির চালককে চার হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, লকডাউনে বন্ধের সময় সুনামগঞ্জ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় দুটি বাস। পথিমধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে পুলিশ চেকপোস্টে বাস দুটিকে আটক করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অরুপ বলেন- ‘বাসদুটিতে বেশ কিছু সংখ্যক ঢাকার যাত্রী ছিলো। আমরা তাদের সুনামগঞ্জে ফিরিয়ে দিয়েছি।’
এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামসহ একদল পুলিশ সদস্য।