জগন্নাথপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ৯:৩১:৩৮
জগন্নাথপুর প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
পরে দোয়া মাহফিলে মোনাজাত করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। শেষে ৭ জন দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।