টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ৬:৪৩:৪৮
ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে। আজ হোয়াইট ওয়াশের মিশন। সিরিজের বাকি দুটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা।
শনিবার (৭ জুলাই) বিকেল ছয়টায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের জয়ের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। যেখানে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস ভাগ্য থাকল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচের একাদশটা ঠিক রেখেই দল গড়েছে বাংলাদেশ।
আগের তিন ম্যাচের জয়ী একাদশই নিয়ে নেমেছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া দলে নেই অভিষেক হ্যাট্রিক করা পেসার নাথান এলিস। একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টি-টোয়েন্টিতে হ্যাট্রিক করেন তিনি। হ্যাট্রিক করেও আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হেইজেলউড।