জগন্নাথপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ৯:১২:৩৫
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে যৌতুক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সজীব মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামে অভিযান চালিয়ে সজীব মিয়াকে গ্রেপ্তার করে। আদালত কর্তৃক একটি যৌতুক মামলার তিন বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সজীব মিয়াকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই গ্রামের গৌছ মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ।