দেশে কোভিড-১৯ সংক্রমণে আজও ২১৮ জনের মৃত্যু : শনাক্ত ৯,৩৬৯
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৬:২০:২৮
কোভিড-১৯ সংক্রমণের ৫১০তম দিনে দেশে ২১৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জন। এই সময়ে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন রোগী।
এর আগে ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ জন রোগী মারা যায়, আর ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় নয় হাজার ৩৬৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৯৫ হাজার ৩৬২ নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৫৩২টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭ জনসহ মোট ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ২১৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ৮৪ জন নারী। তাদের মধ্যে ২০৫ জনের হাসপাতালে (সরকারিতে ১৫৬ জন, বেসরকারিতে ৪৯ জন) ও বাড়িতে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২০ হাজার ৪৬৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৬ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৮ হাজার ৭৪ জন, যার শতকরা হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ২৮ জন, যার শতকরা হার নয় দশমিক ৮০ শতাংশ। বাসায় ৫৫৯ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮০। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৪ হাজার তিনজন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৭ দশমিক ৭০ শতাংশ এবং ছয় হাজার ৬৮২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩২ দশমিক ৩০ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১৮ জনের মধ্যে শূন্য থেকে দশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী ছয়জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ৩৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৭ জন এবং ষাটোর্ধ্ব ৬৬ জন, সত্তরোর্ধ্ব ৩৩ জন, আশি উর্ধ্ব ১৫, নব্বই ঊর্ধ্ব চারজন এবং একশো ঊর্ধ্ব দু’জন।
আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৯০ লাখের বেশি।