শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, শনাক্ত ৩১
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২১, ৯:৪১:০২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এ তথ্য জানা যায়।
গতকাল এ উপজেলা থেকে ৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্য ৩১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এই সময়ের মধ্যে করোনায় মারা গেছেন ৩ জন। তাদের একজনের বাসা শহরের সিন্দুর খান সড়কে, একজনের নওয়াগাঁও গ্রামে ও একজনের বাসা সাতগাঁও এলাকায়। তাদের মধ্যে দুইজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন চিকিৎসাধীন ছিলেন সিলেটের একটি হাসপাতালে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আজ নতুন আরও ৩১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। হোম আইসোলেশনে আছেন মোট ১০০ জন।