মালদ্বীপকে ৫শ’ কেজি হাড়িভাঙ্গা আম উপহার দিল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২১, ৮:২২:৩০
মালদ্বীপকে পাঁচ’শ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৯ জুলাই) সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকির- এর কাছে এসব আম হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে পাঁচ’শ কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।
মালদ্বীপের চিফ অব প্রটোকল রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।