কুলাউড়ায় ৩ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২১, ৮:১৯:১৪
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) রাতে কুলাউড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাজিপুরের দক্ষিণ পাবই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মজিদ ওরফে পিচ্চি মজিদ ওরফে শফিক মিয়া (৩৮), কমলগঞ্জ থানার শ্রীমতপুরের মৃত বশির মিয়ার ছেলে আব্দুস ছত্তার রাজু (২৯) ও হবিগঞ্জের মাধবপুর থানার ইটাখোলা মুড়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে আল আমিন (২৫)।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, রবিবার রাতে কুলাউড়াসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও মাদক মামলা রয়েছে।
মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে থানা এলাকার চুরি, ডাকাতি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।