কমলগঞ্জে ১৫টি ডিমসহ উদ্ধারের পর অবমুক্ত ‘খইয়া গোখরা’
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২১, ৮:২৩:২২
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ১৫টি ডিমসহ একটি বিষধর ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের তিলকপুর পূর্বপল্লী থেকে সাপ ও ডিম উদ্ধার করা হয়। পরে দিবাগত রাতে ডিমগুলো রেখে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) টিমের প্রতিষ্ঠাতা তৌনুজাম খোকন সিংহ ও সোহেল শ্যাম জানান, বুধবার সন্ধ্যায় বন বিভাগ জানতে পারে তিলকপুর পূর্বপল্লীর পদ্মমোহন সিংহের বাড়িতে ডিমসহ বিষধর একটি ‘খইয়া গোখরা’ আছে। পরে সেখান থেকে ১৫টি ডিমসহ সাপটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অবমুক্ত করা খইয়া গোখরাটি লম্বায় পাঁচ ফুট। হালকা বাদামি রঙের। মাথার নিচে সাদা-কালো ইউ আকৃতির চিহ্ন রয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলে এই প্রজাতির সাপ বেশি দেখা যায়। ঝোপঝাড়ের পরিমাণ কমে আসায় এরা লোকালয়ে বেরিয়ে আসছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় সাপটি উদ্ধার করা হয়। রাতেই এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা আছে।