কমলগঞ্জে ১৯ মামলায় ১৪৪০০ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ১১:০০:১২
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করায় ১৯টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কমলগঞ্জের ভানুগাছ বাজার ও শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন- অভিযানকালে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অকারণে চলাফেরা করা, মুখে মাস্ক পরিধান না করা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলায় ১৪ হাজার ৪শ টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মাঠ পর্যায়ে বাস্তবায়নে ও নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।