জগন্নাথপুরে একদিনে ৩৪ জনের করোনা শনাক্তের রেকর্ড
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৫:৫৮:২৮
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে রেকর্ড ৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২০ জন, কলকলিয়া ইউনিয়নে ২ জন, আশারকান্দি ইউনিয়নে ৩ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২ জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ২ জন,রানীগঞ্জ ইউনিয়নে ২ জন, পাটলী ইউনিয়নে ১ জন, মিরপুর ইউনিয়নে ১ জন ও বিশ্বনাথের বাসিন্দা ১ জন।
শনিবার (১০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর এসব ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়েছেন ২৪৭ জন, মৃত্যু বরণ করছেন ২ জন। ৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে এবং ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।