কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৯:৫০:৫৮
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর কোনাগাঁও এলাকায় সিএনজি অটোরিকশা ও গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত।
শনিবার (১০ জুলাই) বিকাল ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত মোসাইম আহমদ সাইম (১৮) ভাটেরা মাইজগাঁও গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।
নিহত সাইম ফেন্সুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইম মোটরসাইকেল যোগে ব্রাহ্মবাজারের দিকে আসছিলো একই দিকে কোনাগাঁও এলাকায় একটি সিএনজি পশ্চিম দিকে ঘুরতে গেলে মোটরসাইকেল আরোহী সাইম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজি ও গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, ‘দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে দুর্ঘটনার কারণ। আইনি প্রক্রিয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’