কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৭:২৫:৪৯
প্রথিতযশা কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
অরুণ দাশগুপ্ত চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক এবং সাহিত্য সম্পাদক ছিলেন। তার জন্ম ১৯৩৬ সালে পটিয়া উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার ছিলেন।
তার রচিত ও প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য, নবীনচন্দ্র সেন, কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ, খাণ্ডবদাহন ইত্যাদি। ব্যক্তিগত জীবনে তিনি অর্জন করেছেন বহু পুরস্কার।
গুণী এই ব্যক্তির মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা।