ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ম্যারিনার মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৭:২১:১২
বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাতে ঘরের মাঠ ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগে শোকের ছায়া নেমে এসেছে ইংলিশ ফুটবলে।
মারা গেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার পল ম্যারিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ইপসউইচ টাউনের হয়ে এফএ কাপ ও উয়েফা কাপ জিতেছিলেন তিনি।
প্লাইমাউথ আরগিলের হয়ে লিগ ক্যারিয়ার শুরু করেন ম্যারিনার। ইপসউইচ টাউন ছাড়াও তিনি খেলেছেন আর্সেনাল ও পোর্টসমাউথের হয়ে। ইংল্যান্ডের জার্সিতে ১৯৭৭-৮৫ সালের মধ্যে ৩৫ ম্যাচে ১৩ গোল করেন ম্যারিনার।
সাবেক স্ট্রাইকারের মৃত্যুতে শোক জানিয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ম্যারিনারের পরিবার ও বন্ধু স্বজনদেরও সহানুভূতিতে জানিয়েছে থ্রি লায়নরা।