শ্রীমঙ্গলে পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ৮:৩৬:৫৯
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগরে পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলার প্রশাসন।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে পাহাড় কাটার কারণে এইকই এলাকার ইউনুছ মিয়ার স্ত্রী নার্গিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন শ্রীমঙ্গল উপজেলার কমিশনার (ভূমি) নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নয়ন কারকুন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নয়ন কারকুন জানান, এখান থেকে মাটি নিয়ে একটি ভিটা ভরাট করা হচ্ছিল। পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন এসিল্যান্ড।