করোনা সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে: বরিস জনসন
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ১:১০:৫৪
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে। স্থানীয় সময় সোমবার করোনার বিধিনিষেধ নিয়ে সংবাদ সম্মেলনের আগে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
যুক্তরাজ্যে চলমান করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে সোমবার সরকারের পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে। ১৯ জুলাই থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এর আগে ২১ জুন সবকিছু খুলে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ওই পরিকল্পনা থেকে সরে আসেন বরিস। খবর এএফপির
বিবৃতিতে বরিস বলেন, ‘আমরা কীভাবে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি, সে বিষয়টি সোমবার ঘোষণা করব।’
বরিস বলেন, ‘করোনা মহামারি শেষ হয়ে যায়নি। লোকজনকে অবশ্যই এ ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে। জীবনযাপনের ক্ষেত্রে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।’