মৌলভীবাজারে করোনা শনাক্তের হার শতভাগ!
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৫:০১:৪২
সিলেট বিভাগে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৫৯৫টি নমুনা পরীক্ষায় ২২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মৌলভীবাজারে করোনা পরীক্ষায় শনাক্তের হার হয়েছে শতভাগ। সেখানে ২১ জনের নমুনা পরীক্ষা করে সবার ফলাফল কোভিড পজিটিভ এসেছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়ার পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ বিভাগে ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২২৮ জনের পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৩২। সিলেট জেলায় ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের পজিটিভ হয়েছে।
শনাক্তের হার ৩৫ দশমিক ৩৭। সুনামগঞ্জে ৪১ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৬। হবিগঞ্জে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৯৩। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে মৃতের সংখ্যা ৪৮৩ জন।
এর মধ্যে সিলেট জেলায় ৩৯৫, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ৩৬ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে কোভিড শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭১৪ জনের। এর মধ্যে সিলেটে ১৭ হাজার ৬৯৯, সুনামগঞ্জে ৩০৫৬, হবিগঞ্জে ২৮৩৮ ও মৌলভীবাজারে ৩১২১ জনের কোভিড শনাক্ত হয়েছে। এ সময়ে করোনামুক্ত হয়েছেন ১৪৭ জন। বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ৯৮০ জন। শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৬ জন। এর মধ্যে সিলেটেই ৩৮১, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৫ জন।