হেলিকপ্টারে নতুন বউ এনে অর্ধলাখ টাকা জরিমানা গুনলেন স্বামী
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৮:৪০:৪৪
করোনার মধ্যে স্বাস্ব্যবিধি ভেঙে হেলিকপ্টরে নতুন বউ এনে জরিমানা গুনতে হয়েছে এক স্বামীকে। তাকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাঁদপুর নতুন হাট এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর সরদার সোমবার নিজের বাড়িতে হেলিকপ্টারযোগে নতুন বউ নিয়ে আসেন।
সে সময় এলাকাবাসী হেলিকপ্টার দেখতে ভিড় জমান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ঘটনাস্থলে যান এবং বরের বাসায় কমপক্ষে একশো লোকের জনসমাগম, পালকি ও ব্যান্ডপার্টি দেখতে পান।
জনসমাগম করে স্বাস্হ্যবিধি লঙ্ঘনের দায়ে অনুষ্ঠান আয়োজনকারী ছেলের চাচা এম এ সালাম সরদারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই।
এ বিষয়ে মনদীপ ঘরাই বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে টেলিফোনিক আলাপে নির্দেশনা পেয়ে স্বাস্হ্যবিধি প্রতিপালনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সরকারের নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন অবিরত কাজ করে যাচ্ছে।’