মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭২ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৮:১৮:০৯
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৭২জনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় মোবাইল কোর্টে ১৭২ জনকে মোট ১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১) (খ) ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।