সিলেটে বিয়ের আয়োজন করায় ৩ রেস্টুরেন্টে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ৮:১২:০৮
করোনাকালীন স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরীর ৩ রেস্টুরেন্ট মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমার আদালত।
আজ রোববার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রমাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ওই ৩ রেস্টুরেন্ট মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিকেল ৪টায় নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেনে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে গণজমায়েত করে এক প্রবাসী পরিবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
এছাড়া নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও উপশহরের বে লিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করে এসব রেস্টুরেন্টে ৫০ জনের অধিক মানুষ জমায়েত করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি।