যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ৭:৫৫:১০
যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। করোনা বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধুকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাজিদ জাভিদ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জনসনের চাওয়া অনুযায়ী নিজের রাজনৈতিক উপদেষ্টাদের অপসারণে অস্বীকৃতি জানিয়ে গতবছর অর্থমন্ত্রীর পদ ছেড়েছিলেন জাভিদ।
করোনা বিধি উপেক্ষা করে বন্ধুকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর ম্যাট হ্যানকক বরিস জনসনকে লেখা তার পদত্যাগপত্রে লিখেছিলেন- আমার এ ধরনের কাজ জনগণকে হতাশ করেছে।
গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম পরিচালক গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন ম্যাট হ্যানকক।
পদত্যাগের পর ৪২ বছর বয়সী ম্যাট হ্যানকক টুইটারে লেখেন- আমাদের মধ্যে যারা এসব বিধিনিষেধ প্রণয়নের সঙ্গে জড়িত তাদের এগুলো মেনে চলা উচিত। এ জন্যই আমাকে পদত্যাগ করতে হলো।
মহামারির বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের লড়াইয়ের কেন্দ্রে ছিলেন এই হ্যানকক। টেলিভিশনের পর্দায় তিনি নিয়মিত হাজির হয়ে জনগণকে কঠোর বিধিনিষেধগুলো মেনে চলার উপদেশ দিয়ে আসছিলেন তিনি। এছাড়াও সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন সমালোচনারও নিয়মিত জবাব দিচ্ছিলেন তিনি।