মাগুরছড়ার ঘটনায় ক্ষতিপূরণ আদায় না হওয়ায় ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২১, ৮:২৫:২১
মাগুরছড়া-টেংরাটিলা বিস্ফোরণের জন্য দায়ী অক্সিডেন্টাল ও নাইকোর কাছ থেকে এখনো ক্ষতিপূরণ আদায় না হওয়ায় ক্ষোভ জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট।
সোমবার (১৪ জুন) এক সংবাদ বিবৃতি এ ক্ষোভ জানান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেটের আহ্বায়ক গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী ও সদস্য সচিব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।
বিবৃতিতে তারা বলেন, ‘মাগুরছড়া-টেংরাটিলায় গ্যাস-সম্পদসহ ক্ষতির হিসাবে যুক্তরাষ্ট্র ও কানাডার দুই কোম্পানির কাছে মোট পাওনা কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা। কিন্তু এ ঘটনার ২৪ বছর হলেও এ ক্ষতিপূরণ আদায় করতে পারেনি সরকার।’
তারা আরও বলেন, ‘বিদেশি কোম্পানির অবহেলায় মাগুরছড়া-টেংরাটিলা বিস্ফোরণে দেশের বিশাল ক্ষতি হলেও তা নিয়ে কোনো সরকারকে কখনো কথা বলতে শোনা যায়নি। মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল ও কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে প্রাপ্য ওই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায়ে কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি। অবিলম্বে ক্ষতিপূরণের যথাযথ অর্থ আদায় করে তা জ্বালানি খাতে সক্ষমতা বিকাশসহ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তারা।’