ধর্ম ব্যবসায়ীদের থেকে সকলকে সাবধান থাকতে হবে: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২১, ৮:১৯:১১
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘করোনার সংকটে বিশ্ব যখন থমকে গেছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন ধারা অব্যাহত আছে। কিন্তু এ উন্নয়ন ধারা সহ্য করতে পারছে না একটি চক্র। এরা দেশকে সিরিয়া ও আফগানিস্তানের মতো করতে চায়। তাই দেশকে অস্থিতিশীল করতে কিছুদিন আগে ধর্মের অপব্যাখ্যা করে বিভিন্ন জায়গায় সহিংসতা চালিয়েছে। তারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। জাতির সামনে তাদের খারাপ উদ্দেশ্য ও চরিত্র প্রকাশ পেয়েছে।’
সোমবার (১৪ জুন) বেলা ১টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর-পাতন রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
২ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটির ৫০০ মিটার পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আইআরআইডিপি-৩ প্রকল্পের এই কাজে সরকারের ব্যয় হবে ৩৮ লাখ ৬১ হাজার ৩০৩ টাকা।
মন্ত্রী আরো বলেন, ‘ধর্মের নামে অপব্যাখ্যাকারী চক্রটি হচ্ছে পাকিস্তানের দালাল। তাদের এক লম্পট নেতা ধরা পড়েছে। তার নিজেরই চরিত্র ঠিক নেই। সে আবার ধর্ম নিয়ে কথা বলে। বড় বড় কথা বলে দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে। রোহিঙ্গার কথা বলে বিদেশ থেকে টাকা এনে আত্মসাৎ করেছে। তাই এসব ধর্ম ব্যবসায়ী, অপব্যাখ্যাকারীদের থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সকলকে সাবধান থাকতে হবে। তারা যেন দেশে কোনো রকম অস্থিরতা সৃষ্টি করতে না পারে। এদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।’
পরিবেশমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার একটা পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে। তা হয়েছে। এখন উন্নয়নশীল দেশের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে। ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হব। সে সময় মানুষের মাথাপিছু আয় হবে ১২ হাজার ডলার। আর এখন মাথাপিছু আয় হচ্ছে ২২৭০ ডলার। খালেদা জিয়ার সময় যা ছিল প্রায় ৪০০ ডলার। আমরা যদি ৪০০ থেকে ২২৭০ এ নিয়ে যেতে পারি তবে ১২ হাজার ডলারে নিতে পারব এই বিশ্বাস আছে।’
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা।