সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ৫:৩৭:৫৪
সিলেটে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৩৩৭জনে দাঁড়াল।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৫ ঘণ্টায় বিভাগে আরও ৮৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ১৬৬ জন।
নতুন শনাক্তদের মধ্যে ৭২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার এবং ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সবমিলিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৩৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজার জেলার ২৭ জন।