২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২১, ৩:৫১:৪৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ২০২৪ সালের নির্বাচনেও দাঁড়ানোর আশা করছেন।
প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাইডেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আবার নির্বাচনের পরিকল্পনা আছে আমার। এটাই আশা।’
ওই সময় ৮১ বছর বয়স হবে বাইডেনের। বয়স এবং শারীরিক অবস্থার কারণে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে চাইবেন কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল।
এ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসীদের ঢল, পররাষ্ট্র নীতি, অস্ত্র নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
বাইডেন বলেন, করোনা ভাইরাসের টিকা দেয়ার ক্ষেত্রে তার প্রশাসনের লক্ষ্য হলো প্রথম একশ দিনের মধ্যে বিশ কোটি টিকা দেয়া।
এর আগে শুরুতে প্রথম একশ দিনে দশ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই লক্ষ্যমাত্রা দেশটি ইতিমধ্যেই অর্জন করতে সক্ষম হয়েছে।
এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র করেছে সেটি তিনি রক্ষা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে বাইডেন স্বীকার করেন যে সময়সীমা রক্ষা করা হবে খুব কঠিন।
‘আমরা ছেড়ে আসব। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ছাড়ব। কিন্তু আমরা দীর্ঘ সময় থাকব না।’
সংবাদ সম্মেলনে চীনের সঙ্গে চলা বাগ্যুদ্ধের বিষয়টিও উঠে এসেছে।
তবে জো বাইডেন বলছেন, ‘আমি কোনো সংঘাত চাইছি না।’