হল খোলার দাবিতে উপাচার্য ভবনের সামনে শাবিপ্রবি শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১:২৬:৫৬
হল খেলার দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বিকেল ৪টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের গেইটের বাইরে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
রবিবার সকাল ১০ টার ভেতরে হল খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ ঘণ্টার মধ্যে হল খোলার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যদি ১ ঘণ্টার মধ্যে প্রশাসন হল খোলার ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্তের কথা না জানায় তখন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা।
এদিকে সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের রোড বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোন ধরনের পরিবহন প্রবেশ এবং বের হতে পারছে না।