তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৬:৫৫
সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে (৩০) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মাননববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি মাসুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, আমিনুল ইসলাম, জসিম উদ্দিন, শামছুল কাদির মিসবাহ, শহীদনূর আহমেদ প্রমুখ।
সাংবাদিক কামাল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান এবং এ ঘটনার নেপত্মে থাকা বালুমহাল সিন্ডিকেটদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান জেলায় কর্মরত সাংবাদিকরা।
সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালের দিকে তাহিপুরে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তোলায় গাছের সঙ্গে বেঁধে সাংবাদিককে কামাল হোসেন রাফিকে মারধর করা হয়। মারধর করেন বালু-পাথর উত্তোলন চক্রের মাহমুদুল, রইছসহ কয়েকজন।
সাংবাদিককে রাফি দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।