নতুন জুটির প্রেমের নাটক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৪:৩২
মফস্বলের দুটি ছেলেমেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক, নাম ‘কবি+কুসুম’। পরিচালনা করেছেন সেতু আরিফ। এতে অভিনয় করেছে নতুন একটি জুটি।
নাটকে ছেলেটির নাম কবির আর মেয়েটি কুসুম। কবির ও কুসুমের প্রেম মফস্বলের পুরো এলাকায় পরিচিত। কিন্তু জটিলতা শুরু হয় তাদের পরীক্ষার ফল প্রকাশের পর।
দুই মেয়েকে নিয়ে কুসুমের মা তার বাবার বাড়িতেই থাকে। এদিকে সামনে চলে আসতে থাকে কবির-কুসুমের প্রেম। ঠিক তখনই ইঞ্জিনিয়ারিং পড়তে কবির চলে যায় শহরে। বছরখানেক পর কবির গ্রামে ফিরে আসে। গল্পের শুরু সে সময় থেকেই।
এমন প্রেমময় গল্পে অভিনয় করেছেন একদম নতুন জুটি শাশ্বত দত্ত ও সাদিয়া এস আয়মান।
এ প্রসঙ্গে নির্মাতা সেতু বলেন, “প্রচলিত কাস্টিং কনসেপ্টের বাইরে কাজ করা মুশকিল। তারপরও একটা নতুন জুটিকে পরিচিত করাতে চেষ্টা করেছি।”
অন্যান্য চরিত্রে আবদুল্লাহ রানা, শেলী আহসান, এমএনইউ রাজু, জেরিন খান রত্ন, উজ্জ্বল মাহমুদ, মুক্তো প্রমুখ।
ফ্যাক্টর থ্রি সলুউশনের প্রযোজনায় ‘কবি+কুসুম’ ভালোবাসা দিবসে চ্যানেল নাইনে প্রচার হবে।