সুনামগঞ্জে পৌঁছাল ৮৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২১, ৬:১৭:০৭
দেশের বিভিন্ন জেলার মতো সুনামগঞ্জেও পৌঁছেছে করোনাভাইরাসের ভ্যাকসিন।
রবিবার ভোর সাড়ে ৬টায় কঠোর পুলিশি নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার ভ্যাকসিন সুনামগঞ্জে পৌঁছে দিয়েছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
রবিবার সকালে সুনামগঞ্জ ইপিআই ভবন প্রাঙ্গণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি আমিনুর রহমানের কাছ থেকে করোনার ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
এ সময় সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্যাকসিন হস্তান্তর করার পর সেগুলো দ্রুত সুনামগঞ্জ শহরে জেলা ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে সুনামগঞ্জে ভ্যাকসিন প্রদানকারীদের প্রশিক্ষণ চলছে বলে জানান সিভিল সার্জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের দেয়া ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে।
ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের সংরক্ষণ করা হয়েছে।
এই ভ্যাকসিন ৪৪ হাজার জনকে দুই ধাপে দেওয়া হবে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থায় জেলা ইপিআই ভবনে করোনা ভ্যাকসিন সংরক্ষিত থাকবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারি নির্দেশনা পাওয়ার পরই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে।