নির্বাচনী প্রচারে ‘হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ’
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৬:১২:২৮
আগামী ৩০ তারিখের মৌলভীবাজার পৌর নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচার। এতে বাড়তি মাত্রা যোগ করেছে সিলেটের জনপ্রিয় বিভিন্ন গানের সুর। এসব গানের সুরে সুরে প্রার্থী ও প্রতীকের নাম যুক্ত করে বিভিন্ন গান বেঁধে সেগুলো বাজিয়ে নির্বাচনী প্রচার চলছে পৌর এলাকায়। হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ, দূর্বিনশাহসহ সিলেটের বিখ্যাত শিল্পীদের গান স্থান পাচ্ছে প্রচারে।
গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে প্রধান দু’দলের মেয়র প্রার্থী সমান তালে নির্বাচনী প্রচার শুরু করেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার নয় ওয়ার্ডের আটটির কাউন্সিলর প্রার্থীই গণসংযোগে যুক্ত করেছেন নানা জনপ্রিয় গান।
প্রার্থী ও তাদের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, একটা সময় ছিল মাইকে প্রার্থী ও প্রতীকের জন্য ভোট চাওয়া হতো। এই পুরোনো মাইকিং পদ্ধতির চেয়ে বর্তমানে গানে গানে ভোট চাওয়ার পদ্ধতি এলাকার ভোটারদের আকৃষ্ট করছে। বিভিন্ন পাড়া মহল্লায় গাড়ি দিয়ে গানে গানে প্রচার চলার সময় পাড়ার নারী ও শিশুরা বের হয়ে আগ্রহ নিয়ে দেখেন এবং আনন্দ পান। নির্বাচন মৌসুমে এসব গান রেকর্ড করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় শিল্পীরাও।
শিল্পী জুয়েল মিশ্র জীবন জানান, আমি নির্বাচনের জন্য পাঁচটি গান রেকর্ড করেছি পাঁচ প্রার্থীর জন্য। করোনা আসার পর নির্বাচন উপলক্ষে গান গেয়ে ভালো একটা আয়ের সুযোগ পেয়েছি।
অনেক শিল্পী আবার পারিশ্রমিক ছাড়াই গান রেকর্ড করছেন বলে জানা গেছে। নির্বাচন উপলক্ষে তিনটি গান রেকর্ড করেন মৌলভীবাজার পৌর এলাকার লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রথী। তিনি বলেন, সামনে নির্বাচন সবাই আনন্দ করছে, আমিও আনন্দ নিয়ে তিনটা গান করেছি, এ জন্য কোনো সম্মানী নিইনি।
বাউল শিল্পী কাঙালিনী মমতাজের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ বছর ধরে বাউল গানের সঙ্গে জড়িত। স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এলেই ডাক পড়ে প্রার্থীর পক্ষে প্রচারে। পারিশ্রমিকও মিলে ভালো। মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে গত ১৩ দিন ধরে প্রার্থীর পক্ষে গান গেয়ে প্রচার করছেন।
এদিকে পৌর এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থীর পক্ষে কেউ কেউ নতুন গান বাঁধছেন আবার কেউ কেউ জনপ্রিয় গানগুলোর সুর ঠিক রেখে কথাগুলোর প্রার্থীদের নাম ও গুণগান বসিয়ে দিয়েছেন। শিল্পীদের দিয়ে গাড়িতে বসিয়ে গান গাওয়াচ্ছেন। শিল্পীরা ঢোল, বাঁশি, খোল, মন্দিরাসহ বিভিন্ন যন্ত্র নিয়ে গান করছেন। কেউবা গান রেকর্ড করে বাজাচ্ছেন।
এসব প্রচারণা আকৃষ্ট করছে ভোটারদের। পৌর এলাকার ভোটার সুস্মিতা দেব পূজা জানান, গানের ছন্দে প্রচর ভালোই লাগে তবে বিরক্তি লাগে যখন সুন্দর একটি গানের সুর বিকৃত করে গাওয়া হয়। তবে গানে গানে একটি উৎসবের আমেজ বিরাজ করছে।
মৌলভীবাজার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালেহ আহমদ পাপ্পু বলেন, অন্য প্রচারের চেয়ে জনপ্রিয় গানের সুরে সুরে প্রচারে ভালোই সারা পাচ্ছি। নির্বাচন আমাদের দেশে একটি উৎসব তাই সে উৎসবে পূর্ণতা দিচ্ছে এসব গানের সুর।
মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে দুই, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ প্রার্থী প্রচার চালাচ্ছেন। এর আগে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়। বর্তমানে মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার। তৃতীয় দফার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ।