ডার্ক সার্কেল তাড়ানোর ঘরোয়া টোটকা
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২১, ৬:০৩:৩৪
চোখের আশপাশে কালো দাগ পড়েছে? চিন্তা নেই, রান্নাঘরে থাকা বিভিন্ন উপাদানেই মুক্তি মিলবে এই সমস্যা থেকে। পাশাপাশি চাই পর্যাপ্ত ঘুম আর সুষম খাদ্যাভ্যাস। জেনে নিন ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়ার উপায়-
আলু
আলু রস করে তুলা ভিজিয়ে নিন। চোখের ওপর এই তুলা ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
টমেটো ও লেবু
সমপরিমাণ টমেটো ও লেবুর রস একসাথে মিশিয়ে নিন। মিশ্রণে তুলা ভিজিয়ে প্রতিদিন চোখের আশপাশে বুলিয়ে নিন অন্তত দুইবার।
টমেটো ও পুদিনা
টমেটোর রসের সঙ্গে পুদিনা পাতা, লেবুর রস ও লবণ মিশিয়ে পান করুন নিয়মিত। এটি ধীরে ধীরে ডার্ক সার্কেল দূর করে দেবে।
আমন্ড পেস্ট
কয়েকটি আমন্ড সামান্য দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিন। চোখের আশপাশের ত্বকে পেস্টটি লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।
আনারস
কয়েক চা চামচ আনারস পেস্ট করে রস বের করে নিন। এক চিমটি হলুদের গুড়া মিশিয়ে ডার্ক সার্কেলের ওপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
দুধের সর
রাতে ঘুমানোর আগে দুধের সর লাগান চোখের আশপাশের ত্বকে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
পুদিনা পাতা
পুদিনা পাতা পেস্ট করে লাগিয়ে রাখুন আক্রান্ত ত্বকে। এটি ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি চোখের ক্লান্তি দূর করবে।
টি ব্যাগ
ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা করে দিয়ে রাখুন চোখের ওপর। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।
কমলার রস
কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে লাগিয়ে রাখুন চোখের নিচে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।