চালকবিহীন গাড়ির পর ‘উড়ুক্কু ট্যাক্সি’ বিক্রি করল উবার
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ৫:৩৬:১৫
সেলফ-ড্রাইভিং চালকবিহীন গাড়ির ব্যবসার শেয়ার বিক্রির পর এবার উড়ুক্কু ট্যাক্সির (উবার এলিভেট) ব্যবসার শেয়ার বিক্রি করল উবার। সিলিকন ভ্যালিভিত্তিক বিশ্বব্যাপী জনপ্রিয় গাড়িনির্ভর স্টার্টআপ অরোরা চালকবিহীন গাড়ির ব্যবসাটির শেয়ার কিনে নেয়। অপরদিকে উড়ুক্ক ট্যাক্সির ব্যবসার শেয়ার কিনে নেয় ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান জোবি অ্যাভিয়েশন।
স্থানীয় সময় মঙ্গলবার (০৮ ডিসেম্বর) জেবির সঙ্গে বিক্রির চুক্তি সই হয়।
চালকবিহীন গাড়ি এবং উড়ুক্কু ট্যাক্সি বিক্রিতে একটি নতুন কৌশলের আশ্রয় নিয়েছে উবার। তারা দুটি ব্যবসায় যেমন বিক্রি করে দিচ্ছে তেমনি দুই কোম্পানির মূল মালিকানার অংশীদার হচ্ছে। সে অনুযায়ী উবার অরোরার কাছে চালকবিহীন গাড়ি বিক্রির সঙ্গে সঙ্গে কোম্পানিটির ২৬ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে। চুক্তি অনুসারে, অরোরায় ৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে উবার। চালকবিহীন গাড়ির সেবাটি উবার চালু করেছিল অন্তত ৫ বছর আগে।
একইভাবে জোবি অ্যাভিয়েশনে সাড়ে সাত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে উবার। বিনিময়ে কত শতাংশ শেয়ারের মালিক তারা হবে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। কোনো পক্ষই চুক্তির বিষয়ে বা লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
জেবির ‘ভিটিওএল এয়ারক্রাফট’ বা উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এমন উড়ুক্কু যান নিয়ে নতুন করে শুরু করার অপেক্ষায় থাকা কোম্পানির সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে উবারের উড়ুক্কু ট্যাক্সির ব্যবসা। চুক্তি অনুযায়ী উবারের এরিয়াল রাইড-হেইলিং বিভাগ কিনছে তারা। ফলে উবারের অ্যাপ কাঠামোতে প্রবেশাধিকার পাবে জেবি। ঠিক একইভাবে জোবির কাঠামোতেও প্রবেশাধিকার পাবে উবার। চুক্তি অনুযায়ী সব আইনি প্রক্রিয়া শেষ হলেও দুটি প্রতিষ্ঠান এক হয়ে কাজ শুরু করবে। ধারণা করা হচ্ছে, এ ধাপ সম্পন্ন হতে ২০২৩ সাল নাগাদ সময় লেগে যেতে পারে।
জোবি অ্যাভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোবেন বিভারট বলেন, আমরা গত বছর উবার এলিভেটের সঙ্গে অংশীদারিত্বে যেতে পেরে গর্বিতবোধ করেছি। এখন আমরা আরও বেশি গর্বিতবোধ করছি তাদের আজ জোবি টিমে স্বাগতম জানাতে পেরে।
অন্যদিকে, উবার প্রধান নির্বাহী দারা খোসরোশাহি বলেছেন, এই চুক্তি জোবির সঙ্গে আমাদের অংশীদারিত্ব দৃঢ় করতে এবং এ প্রযুক্তি বাজারজাতের রাস্তা তৈরিতে সহায়তা করবে।
করোনা মহামারিতে উবার অন্তহত ৬২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে বলে জানায়। তাই তারা চালকবিহীন গাড়ি প্রকল্পের ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করে খরচ কমানোর জন্য। অন্যদিকে উবার ঘোষণা করেছে আগামী ২০২১ সালের মধ্যে তারা লাভজনক কোম্পানিতে রূপান্তরিত হতে চায়।