মৌলভীবাজারে মাস্ক না পরায় ১০৪ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২০, ১:০১:৩৩
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) নবম দিনের মতো অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মাস্ক পরা নিশ্চিতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় একযোগে প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নবম দিনের অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত ১০৪ ব্যক্তিকে মোট ২০ হাজার ৩৫০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে আবারও বেড়েছে করোনার প্রকোপ। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যু। ভাইরাসটি থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। বিশেষজ্ঞরা ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু বাংলাদেশে এখনও অনেকেই মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন, মানছেন না সামাজিক দূরত্ব। ফলে বাড়ছে করোনা সংক্রমণের শঙ্কা। তাই মাস্ক পরা নিশ্চিত করতে গত ৯ দিন ধরে মাঠে আছে মৌলভীবাজার জেলা প্রশাসন।