জগন্নাথপুর বাজারের পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ৫:০৫:৩২
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর বাজারের প্রাচীনতম পুকুরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে জগন্নাথপুর বাজারের পুকুরটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, পৌর সভার সচিব শতিষ গোস্বামী, সদর অফিসের ভূমি কর্মকর্তা চন্দন রায়।
এসময় পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া বলেন, বাজারের পুকুর অবৈধ দখল মুক্ত করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আনতে হবে।
আর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, জগন্নাথপুর বাজারের পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা দ্রুতই অবৈধ দখল মুক্ত করে পুকুরের পুরনো পরিবেশ ফিরিয়ে আনবো। যাবে বাজারের ব্যবসায়ীরা গোসল ও অজু করতে পাড়েন।