ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২০, ৪:৫৭:৩০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রনজিৎ চৌহান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
সহপাঠী সাইফুল ইসলাম পরশ জানান, শনিবার রনজিত জ্বর নিয়ে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি হন। চিকিৎসকেরা তার ডেঙ্গু শনাক্ত করেন। রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রনজিৎ বিশ্ববিদ্যালয়ের সিনেমা সংগঠন সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।