ট্রাম্পের কারচুপির অভিযোগ অস্বীকার নির্বাচন কর্মকর্তাদের
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২০, ৪:৫৯:০৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কর্মকর্তারা বলেছেন, হোয়াইট হাউজের ২০২০ সালের নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি নিরাপদ ছিল।
ভোটের পর ট্রাম্প কারচুপি সংক্রান্ত যেসব অভিযোগ করেছেন তা নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য করলেন নির্বাচনী কর্মকর্তারা। নিরাপত্তার দায়িত্বে থাকা হোমল্যান্ড সিকিউরিটি কমিটি থেকে বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো ভোটিং সিস্টেম ডিলেট অথবা ভোট হারানো কিংবা পরিবর্তনের প্রমাণ নেই।’
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ইতিমধ্যে জো বাইডেনের জয়ের খবর দেয়া হলেও ট্রাম্প সেটি মানেননি। তিনি কিছু রাজ্যে মামলা করে হেরেছেন। আরও কিছু রাজ্যে করে যাচ্ছেন।
নিরাপত্তা বিভাগের সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বলছে, ‘আমরা জানি নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেক ভুল দাবি আসছে। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা নিশ্চিত করে আপনাদের বলতে চাই নির্বাচনের সততা রক্ষায় কোনো ব্যত্যয় ঘটেনি।’
২০ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।





