বিচক্ষণ ওবামার অভিনন্দন, সতর্কতা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২০, ১২:৩৯:৪৮
এ জন্যই তিনি ইতিহাস রচনা করেছিলেন। সবাই যখন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিসকে অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন, তখন সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন সেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক দুইতে তিনি বলেছেন, জো বাইডেন জানুয়ারিতে যখন হোয়াইট হাউজে প্রবেশ করবেন, তখন তাকে নজিরবিহনী সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ যাবত কোনো নবাগত প্রেসিডেন্ট এতটা চ্যালেঞ্জ সামনে নিয়ে দায়িত্ব নিতে হয়নি। ভয়াবহ করোনা ভাইরাস মহামারি, অসম অর্থনীতি- বিচার ব্যবস্থা, ঝুঁকিতে থাকা গণতন্ত্র, বিপন্ন জলবায়ু নিয়ে তাকে হোয়াইট হাউজে প্রবেশ করতে হবে তাকে। তাই পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে আমি অভিনন্দন জানিয়ে নিজে গর্বিত হতে পারি না। এমন সতর্কতা, হুঁশিয়ারি দিলেও বারাক ওবামা কিন্তু ঠিকই প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন, পরবর্তী ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানাতে ভোলেন নি।





