ফ্রান্সের গির্জায় হামলা চালানো যুবক ‘করোনায় পজিটিভ’
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২০, ৩:২৯:৪৮
সম্প্রতি ফ্রান্সের চার্চে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা তিউনিসিয়ান যুবক ব্রাহিম ইসাওউই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা একটি সূত্র। কভিড-১৯ আক্রান্ত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করাও দেরি হচ্ছে।
নিস শহরের নটর-ডেম গির্জায় এলোপাতাড়ি ছুরি চালানো ব্রাহিম নিজেও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের একাধিক গুলির আঘাতে আহত ২১ বছর বয়সী এই যুবক।
সোমবার বার্তা সংস্থা এএফপিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলেন- “তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার স্বাস্থ্যগত অবস্থা এখন অনিশ্চিত অবস্থায় আছে।”
ভূ-মধ্য সাগর পাড়ি দিয়ে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা হয়ে গত মাসেই ফ্রান্সে পৌঁছান ব্রাহিম। সহিংসতা ও মাদকসংক্রান্ত অপরাধের অপরাধের জন্য তিউনিসিয়া পুলিশের খাতায়ও তাদের নাম রয়েছে।
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছেন, আরও প্রায় ৪০০ জনের সঙ্গে একটি নৌকায় করে পৌঁছানো ব্রাহিমকে প্রথমে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরপর তাকে বারি বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়।
গির্জার ভেতরে হামলা চালানোর দু’দিন আগে ২৭ অক্টোবর ব্রাহিম নিসে পৌঁছায় বলে তদন্তকারীরা জানতে পেরেছে। ছুরি হামলায় শিরশ্ছেদ হয়ে এক নারী ও এক গির্জার কর্মচারীর মৃত্যু হয়। আহত এক নারী পালিয়ে যেতে সক্ষম হলেও পরে তার মৃত্যু হয়।